
টি-টোয়েন্টিতে ডি ভিলিয়ার্সের ট্রিপল সেঞ্চুরি !
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এমজান্সি সুপার লিগে তাশওয়ান স্পার্টান দলের হয়ে খেলছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। টি-টোয়েন্টি ফরম্যাটে এবার অন্যরকম এক ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
গতকাল শুক্রবার পার্ল রকসের বিপক্ষে মাঠে নামেন ডি ভিলিয়ার্স। এই ম্যাচ দিয়ে ২২তম ক্রিকেটার হিসেবে ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ডি ভিলিয়ার্স।
মাইলফলের ম্যাচে ঝড়ো হাফসেঞ্চুরি হাঁকান ডি ভিলিয়ার্স। ৩৭ বলে ৬ চার ও ৩ ছয়ে ৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটে জয় পায় তার দল তাশওয়ান স্পার্টান।
আরো পড়ুন :ক্রিকেটার সংকটে বিপিএলের চার দল! বঙ্গবন্ধু বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বেশি দিন বাকি নেই। আগামী ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিপিএলের আসরের।
কিন্তু আসর শুরুর আগেই বিদেশি ক্রিকেটার সংকটে ভুগছে দলগুলো। প্লেয়ার্স ড্রাফট থেকে ওয়েস্ট ইন্ডিজ তারকা শাই হোপকে দলে ভেড়ায় রংপুর রেঞ্জার্স। কিন্তু এরপর জানা যায় বিপিএলের পুরো আসরে থাকবেন না তিনি।
অন্যদিকে বিপিএলের বড় চমক ক্রিস গেইলকে দলে টানা চট্টগ্রাম। কিন্তু ক্রিস গেইল কিছুদিন আগেই বিস্ময় প্রকাশ করে জানান, বিপিএলের ড্রাফটে তার নাম কিভাবে গেলো সেটা নিজেই জানেননা।
এছাড়াও কুমিল্লার ২ জন, সিলেটের ২ এবং রংপুরের দলে বিদেশি ক্রিকেটার সংকট দেখা দিয়েছে। তবে ড্রাফটের বাইরে থেকে দুইজন বিদেশি ক্রিকেটার দলে টানার সুযোগ রয়েছে দলগুলোর।
Leave a Reply