
বিপিএলে এখনও যে রেকর্ডে সবার শীর্ষে সাকিব
কয়েকদিন পরেই পর্দা উঠছে এবারের বঙ্গবন্ধু বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। আগামী ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বঙ্গবন্ধু বিপিএলের। এবারের বিপিএলে নেই বাংলাদেশ দলের সেরা তারকা সাকিব আল হাসান। সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ থাকায় এবারের বিপিএলে দেখা যাবে না সাকিবকে।
অথচ বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে আছেন সাকিব। ১০৬ উইকেট শিকার করেছেন তিনি। একনজরে দেখে নিন তালিকাটি-
নাম-উইকেটসংখ্যা
১। সাকিব আল হাসান-১০৬
২। মাশরাফি বিন মর্তুজা-৭৩
৩। রুবেল হোসেন-৭০
৪। শফিউল ইসলাম-৬৯
৫। কেভিন কুপার (ওয়েস্ট ইন্ডিজ)-৬৩
Leave a Reply